ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোনারগাঁয়ে আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
সোনারগাঁয়ে আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বুধবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- নোয়াগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আমিনউদ্দিন ভূঁইয়া, জামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন জালাল, আওয়ামী লীগ কর্মী আনার হোসেন,মৃদুল মিয়া ও শহিদুল্লাহ মিয়া।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পণ্ড করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা একজোট হয়ে গত ৪ আগস্ট আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল ও লাঠিসোটা নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর সিনহা গার্মেন্ট এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে যান চলাচল বিঘ্ন ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে।

একপর্যায়ে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে পথচারী শফিক মিয়া গুলিতে মারা যান। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।