ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্র হত্যাকারীদের বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে: মামুনুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ছাত্র হত্যাকারীদের বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে: মামুনুল হক

ভোলা: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যাকারী আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।

সেই সঙ্গে তিনি বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার, ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহানউদ্দিনের মাটিতে নবী (সা.) এর প্রেমীদের হত্যার বিচার, ২০২১ সালে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে ২৫ জনকে হত্যাসহ সব হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে।

বুধবার (২৩ অক্টোবর) ভোলার বোরহানউদ্দিন উপজেলার সরকারি হাইস্কুল ময়দানে শহীদদের স্মরণে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতের জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ আনাস।

মামুনুল হক আরও বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে গণহত্যাকারী আওয়ামী হাতুড়িলীগ, হেলমেটলীগ সন্ত্রাসীরা ও আওয়ামী পুলিশ গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতাকে শহীদ করেছে। অসংখ্য ভাই আহত হয়েছেন। বিগত সময়ে অসংখ্য আলেমকে হত্যা করা হয়েছে। সংসদে দাঁড়িয়ে ২০১৩ সালের শহীদদের রক্তের সঙ্গে শেখ হাসিনা তামাশা করেছেন।

একই সঙ্গে তিনি সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের বিচার দাবি করেন।  

তিনি বলেন, হেফাজতে ইসলাম পালায় না। হেফাজত বাংলার ৫৫ হাজার বর্গমাইলে শিকড় গেড়ে বসেছে। আগামী দিনেও দল মত নির্বিশেষে সবাইকে ইসলাম রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাই। আগামীতে সব পাঠ্যসূচিতে ইসলামকে গুরুত্ব দিয়ে সিলেবাস রচনা করতে হবে।

২০১৯ এর ২০ অক্টোবর নবী (সা.) এর প্রেমিক চারজন শহীদসহ ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তাদের সবার স্মরণে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা শাখা এ মহাসম্মেলন আয়োজন করে।  

এসময় আরও বক্তব্যে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), যুগ্ম মহাসচিব আজিজুর হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব  মাওলানা জালালউদ্দিন, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, অর্থ সম্পাদক মনির হোসাইন কাসেমী, দৌলতখান শাইখুল হাদিস চরশুভী মাদরাসার মুফতি শামছুদ্দিন, দপ্তর সম্পাদক আফসার মাহমুদী, বোরহানউদ্দিন বাটামারার পীর মাওলানা মুহিবুল্লাহ, মির্জাকালু ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূরনুবী, মজমের হাট ফাজিল মাদরাসা সাবেক অধ্যক্ষ সালেহ উদ্দিন, বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ আহমদ উল্যাহ আনসারী, উপাধ্যক্ষ অলিউল্লাহ, সহকারী অধ্যাপক মাকসুদুর রহমান, প্রধান মুহাদ্দিস হাবিবুর রহমান জাজিরী, শশীভূষণ কেন্দ্রীয় জামে মসজিদ চরফ্যাশনের খতিব মাওলানা নুরুল ইসলাম নুরানী, ভোলার জামিরালতা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবু জাফর মো. আবদুল্লাহ, ভোলার মুহতামিম নাসির মাঝি মাদরাসার মাওলানা বসির উদ্দিন, দৌলতখানের চর খলিফা মাদরাসার মাওলানা মো. আরিফসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।