ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

শিক্ষক পেটানোর অভিযোগে বিএনপি নেতাকে সাময়িক অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
শিক্ষক পেটানোর অভিযোগে
বিএনপি নেতাকে সাময়িক অব্যাহতি

সিরাজগঞ্জ: শিক্ষককে মারপিট করার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকারকে দলের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

 

এর আগে ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ করায় এক শিক্ষককে মারধর করার অভিযোগ ওঠে বিএনপি নেতা আব্দুল লতিফের বিরুদ্ধে।  

অভিযোগ পেয়ে গত ৯ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।  

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর কারণ দর্শাতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে আপনি জবাব দিলেও সেটি সন্তোষজনক না হওয়ায় আপনাকে সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক বলেন, আব্দুল লতিফ সরকারের বিরুদ্ধে একজন শিক্ষককে মারপিট করে জখম করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তিনি যে জবাব দিয়েছেন, সেটা সন্তোষজনক না হওয়ায় তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।