ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

আ. লীগ পুনরায় ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
আ. লীগ পুনরায় ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে: খোকন

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। শেখ হাসিনা নাকি আবার দেশে এসে ক্ষমতায় আসবে।

এখনো নাকি তিনি পদত্যাগ করেননি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছেন তার আবার দালিলিক প্রমাণ কিসের? 

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পাইকারচর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারা অন্তবর্তী সরকারের কাঁধে ১৮ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণের বুঝা চাপিয়ে দিয়ে গেছে। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে সেও ২ লাখ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। পুনরায় কোনো স্বৈরচার যেন সুযোগ না পায় সেটি খেয়াল রাখতে হবে।

পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদল নেতা আবদুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ,  সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ জেলা ও বিএনপির অন্যান্য নেতারা।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।