ঢাকা বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ নয়, বরং ছাত্ররাজনীতির যৌক্তিক সংস্কার করতে হবে বলে জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি ও শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া শীর্ষক এক আলোচনা সভায় তারা এই মত দেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ইসলামি ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সভাপতি ইয়াসিন আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
ছাত্রনেতারা যৌক্তিক সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এফএইচ/এমজেএফ