ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
নওগাঁয় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নওগাঁ: নওগাঁয় শিক্ষক পেটানোর অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির এক নেতা।  

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন রানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোসারব হোসেন বলেন, গত ২৬ অক্টোবর রানীনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল হয়। ওই কাউন্সিলে জালভোট দেন বিএনপি নেতা প্রিন্সিপাল আব্দুল মালেক নবাব। পরে আব্দুল মালেক নবাবকে জালভোটের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি আমার ওপর রেগে যান। আমি শুধু তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি প্রিন্সিপাল মানুষ হয়ে কেন জালভোট দিলেন। এর বাইরে তার সঙ্গে আর কোনো কথা হয়নি আমার। কিন্তু পরে তাকে মারপিটের অভিযোগ ওঠে আমার বিরুদ্ধে। এ বিষয়ে বেশ কয়েকটি মিডিয়ায় নিউজও প্রকাশ হয়। আমার বিরুদ্ধে এসব অভিযোগ অসত্য এবং বানোয়াট। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।