ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন নুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন নুর

পটুয়াখালী: নিজ এলাকা (পটুয়াখালী-৩) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে।

দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয়, আপনারা সমর্থন করলে দেশের অন্য কোনো আসনে নয় নিজের জন্মস্থান থেকেই নির্বাচন করব।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর গলাচিপায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণসংবর্ধনার আয়োজন করেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

নুর বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে পুরোনো দল, পুরোনো নেতৃত্ব নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার।

গণঅধিকার পরিষদের যে গণজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। একক কোনো দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সব দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। অপরাজনীতি চর্চায় নতুন বাংলাদেশে চলবে না।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমান বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়াবাড়ি পীড়াপীড়ি ও দাম্ভিকতা করবেন না, যাতে আপনাদেরও শেখ হাসিনার মত পালিয়ে যেতে না হয়। শেখ হাসিনা এমনভাবে দাম্ভিকতা করেছিলো, শেষমেশ পালানোর সময় জুতা ও কাপড়ও নিতে পারিনি। আমরা সবাই এক দেশের মানুষ, এক সঙ্গে বাঁচতে চাই।

উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সির সঞ্চালনায় ও আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিট নেতারা এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন দলের সহ সভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব মো. শাহ আলম সিকদার।  

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. সোয়েব মাস্টার, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল প্যাদা, সদস্য সচিব মো. আবুল হোসেন, পৌর যুব অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান হারুন, সদস্য সচিব মো. বশির রাড়ি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।