ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

খুনি হাসিনা ও তার দোসরদের গুম-খুনের বিচার করা হবে: শামা ওবায়েদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
খুনি হাসিনা ও তার দোসরদের গুম-খুনের বিচার করা হবে: শামা ওবায়েদ 

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের দ্বারা সংগঠিত প্রতিটি গুম-খুনের বিচার করা হবে। এছাড়া গত ১৫ বছর যারা বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে তাদেরও অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট হাইস্কুল মাঠে চরযোশরদী ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।   

চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে বক্তব্য দেন- নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান টিটু, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল আলম রিজু, পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন লাবলু মাস্টার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, চরযোশরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।