ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শনিবার রাজধানীতে বিক্ষোভ করবে জাতীয় পার্টি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
শনিবার রাজধানীতে বিক্ষোভ করবে জাতীয় পার্টি

ঢাকা: জাতীয় পার্টি শনিবার (০২ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ করবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দলটি জানিয়েছে, চেয়ারম্যান, মহাসচিবসহ অন্য নেতাদের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার রাজধানীতে তারা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ২টায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।  

এ ছাড়া জাতীয় পার্টির শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে।  

জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে নির্দেশনাও দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।