ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, জয়পুরহাট শহরে ১৪৪ ধারা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, জয়পুরহাট শহরে ১৪৪ ধারা 

জয়পুরহাট: জয়পুরহাটে একই সময়ে একই স্থানে বিএনপির দুটি পক্ষ সম্মেলনের ডাক দেওয়ায় শহরের নতুন হাটের গোহাটী এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।  

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে এ আদেশ জারি করেন।

শুক্রবার (০১ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের নতুন হাটের গোহাটীতে শুক্রবার সদর উপজেলা ও শহর শাখা বিএনপির সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু দলের একটি পক্ষের নেতাকর্মীদের সম্মেলনে রাখা হয়নি বলে অভিযোগ তুলে তারা বুধবার সন্ধ্যায় এবং বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে শহরে মশাল ও বিক্ষোভ মিছিল করেন। পরে তারা শুক্রবার একই সময় নতুন হাটে গোহাটীতে পাল্টা সম্মেলনের ঘোষণা দেন।  

একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষণায় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার বিকেলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে বিজ্ঞপ্তি দেন।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।