ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে ভোটের অপেক্ষায় জনগণ: কাইয়ুম চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে ভোটের অপেক্ষায় জনগণ: কাইয়ুম চৌধুরী

সিলেট: আগামী দিনে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রামে গঞ্জে সভা করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন।  

তিনি বলেছেন, গণমানুষের দল হিসেবে বিএনপি জনমত নিয়েছে।

বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে ভোটের অপেক্ষায় জনগণ।  

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ সংগ্রামে ত্যাগ তিতিক্ষার পর নেতা-কর্মীরা ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষার বিনষ্ট হতে দেবে না। ত্যাগীরা স্বৈরাচার হটাবে, আর সুযোগ সন্ধানীরা সুবিধা নেবে, তা হবে না। এখন নতুন বাংলাদেশ গড়ে তুলবার লড়াই। শহীদ জিয়া এবং খালেদা জিয়ার নীতি ও দেশপ্রেমই তারেক রহমানের আদর্শ। তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না।

তিনি আরও বলেন, বিএনপিকে আপনারা সুযোগ দিলে সবাইকে সঙ্গে নিয়ে একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে অবিচল থাকবেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।  

সাম্য, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সদস্য সুহেল ইবনে রাজা, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, পাবেল রহমান, ময়নুল ইসলাম মঞ্জুর, শওকত আলী, ওলিউর রহমান, দুলাল আহমদ।  

এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।  

মতবিনিময় সভা শেষে মরহুম প্রফেসর নজরুল ইসলাম বেলালের কবরের পাশে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন নেতারা।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।