ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিবাদী হাসিনা ও আ. লীগের জায়গা বাংলাদেশে নেই: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
ফ্যাসিবাদী হাসিনা ও আ. লীগের জায়গা বাংলাদেশে নেই: খোকন

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা ও তার আওয়ামী লীগের জায়গা এই বাংলাদেশে আর হবে না। বাংলাদেশের জনগণ তাদের আর দেখতে চায় না।

তারা দেশের সম্পদ লুটপাট করেছে। গণহত্যা চালিয়ে এ দেশ থেকে পালিয়েছে। তাদের জায়গা এ দেশের মাটিতে আর কখনোই হবে না।  

শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কাঠালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে। আওয়ামী লীগেরা যে অপকর্ম করেছে সেগুলো আগামী দিনে বিএনপি করবে না, বিএনপি কথা দিয়ে কথা রাখে।  

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন জনগণের একমাত্র প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। কারণ দেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

কাঠালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইসহাক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভুঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।