ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টির অফিসের সামনে তাঁতী দলের নেতা লাঞ্ছনার শিকার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
জাতীয় পার্টির অফিসের সামনে তাঁতী দলের নেতা লাঞ্ছনার শিকার

ঢাকা: জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে সমালোচনা করায় লাঞ্ছনার শিকার হয়েছেন বিএনপির সহযোগী সংগঠন তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় বিজয় নগর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষ দর্শীদের বর্ণনা মতে, বিএনপি তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির সাড়ে ১০টার দিকে জাতীয় পার্টির অফিসের সামনে যান। পার্টি অফিসের উলটো দিকে একটি চায়ের দোকানের পাশে তিনি কিছু গলমাধ্যম কর্মীদের সঙ্গে জাতীয় পার্টির বিষয়ে বিভিন্ন ইস্যুতে সমালোচনা করছিলেন। বক্তব্য দেওয়ার একপর্যায়ে সেখানে থাকা জাতীয় পার্টির কিছু সমর্থক তাকে থামতে বলেন। এরশাদকে নিয়ে ও জাতীয় পার্টির সমালোচনা করায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান।

পরে তাঁতী দলের কাজী মনিরুজ্জামান সেখান থেকে সড়ে পুলিশের পাশে গিয়ে দাঁড়ান। এক পর্যায়ে প্রতিবাদ করা লোকজন তাকে এ এলাকা থেকে চলে যেতে বলেন। আরও বলেন, এখানে ১৪৪ ধারা জারি এখানে কেউ কোনো রাজনৈতিক আলাপ করা যাবে না। এ বলে তাকে ধাক্কাদিয়ে সড়ানোর সময় পেছন থেকে কয়েকজন তাকে লাথি মেরে জাতীয় পার্টি অফিসের সামনে থেকে তাড়িয়ে দেয়।

পরবর্তীতে বিএনপির এ নেতা কোনো কিছু না বলে এ এলাকা থেকে চলে যান। তাকে যারা লাঞ্ছিত করেছেন তাদের পরিচয় জানা যায়নি।

যদিও তাঁতী দলের এ নেতা দাবি করেছেন, পার্শ্ববর্তী সেন্ট্রাল 'ল' কলেজের ওপরে এক আইনজীবীর চেম্বারে যাচ্ছিলেন। এমন সময় তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলার শিকার হন।

এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির বাংলানিউজকে বলেন, এখানে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার কিছু নেই। সেখানে যে ১৪৪ ধারা চলছে তা আমার জানা ছিল না। আমি সেখানে কোনো সভা সমাবেশ করতে যাইনি।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।