ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে তাঁতী দলের বৃক্ষরোপণ কর্মসূচি

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
নীলফামারীতে তাঁতী দলের বৃক্ষরোপণ কর্মসূচি

নীলফামারী: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল নীলফামারী পৌর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।  

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে নীলফামারী প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব-উর-রহমান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি শাহজাদা মুক্তি, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সহ-সভাপতি হামিদুল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক নুর আল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এর আগে প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর তাঁতী দলের আহ্বায়ক শাহরিয়ার হুসাইন হাবিলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নীলফামারী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন শাহ।  

সভায় বিভিন্নজনের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় জেলা তাঁতী দলের ক্রীড়া সম্পাদক সাকিব আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী, প্রচার সম্পাদক ফেরদৌস আহমেদ, পৌর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস ও যুগ্ম আহ্বায়ক শাহিন ইসলাম উপস্থিত ছিলেন।

পৌর তাঁতী দলের আহ্বায়ক শাহরিয়ার হুসাইন হাবিল জানান, শহরের বিভিন্ন এলাকায় তিন হাজার গাছের চারা রোপণ করা হবে। মঙ্গলবার থেকে শুরু হলো। পর্যায়ক্রমে পাড়া মহল্লা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।