ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জুলাই বিপ্লব আগামী দিনের অনুপ্রেরণা: খন্দকার মুক্তাদির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
জুলাই বিপ্লব আগামী দিনের অনুপ্রেরণা: খন্দকার মুক্তাদির

সিলেট: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আত্মোৎসর্গ করেছেন। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন।

জুলাই বিপ্লবের এই শহীদদের জাতি স্মরণে রাখবে। জুলাই বিপ্লব আগামী দিনের জন্য অনুপ্রেরণা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে ইউনিয়নের পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ‘রক্তাক্ত জুলাই বিপ্লব’উপলক্ষে প্রামাণ্যচিত্র, ফ্যাসিস্ট প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, বিগত দেড় যুগ যাবত বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আন্দোলন করতে দলের নেতাকর্মীরা গুম-খুন হয়েছে, কেউ হামলা-মামলার শিকার হয়েছে।  জুলাই-আগস্ট গণহত্যায় গত ১৩ আগস্ট পর্যন্ত সমগ্র দেশে শহীদ হয়েছেন ৮৭৫ জন মানুষ। এরমধ্যে কম পক্ষে ৪২২ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে জড়িত।  
 
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা’র সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, মোগলগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সায়েম আহমেদ, যুগ্ম সম্পাদক নূর উদ্দিন ইমন, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির প্রচার প্রকাশনা সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সদস্য আঙ্গুর আলম ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরান উদ্দিন অপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির  ১ম সদস্য জইন উদ্দিন, জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক সালমান আহমেদ, সহ-কোষাধ্যক্ষ লিটন মিয়া, সদর উপজেলা যুবদল নেতা সেবুল আহমেদ, কবি ওয়াহিদ রুকন, দিলোয়ার হোসেন, সুন্দর আলি, আশিকুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদ, যুবদল নেতা বাবুল হোসেন, কামাল আহমেদ, জয়নাল হোসেন, সুহেল আহমেদ, শিপন আলী, সামাদ আহমেদ, রাসেল আহমেদ, মিনহাজ আবেদিন, রাকিব আহমেদ, জাহেদ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এনইউ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।