ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জিয়ার সমাধিতে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
জিয়ার সমাধিতে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু কামরুজ্জামান জাপান

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক কামরুজ্জামান জাপানের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কামরুজ্জামান জাপানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

স্বেচ্ছাসেবক দলে খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় অসুস্থ হয়ে পড়েন কামরুজ্জামান জাপান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মরদেহ গ্রামের বাড়ি মাগুরায় নিয়ে যাওয়া হবে।

এদিকে কামরুজ্জামান জাপানের মৃত্যুতে তার রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
ইএসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।