ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যশোরে জামায়াত নেতা হত্যা, আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
যশোরে জামায়াত নেতা হত্যা, আটক ৫

যশোর: যশোরে জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল হত্যার ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে হত্যা ও অন্যান্য অপরাধে ব্যবহৃত অস্ত্র এবং চাকু উদ্ধার করা হয়েছে।

যশোর জেলা পুলিশ বুধবার ও বৃহস্পতিবার (৬ ও ৭ নভেম্বর) শহরতলীর খোলাডাঙা গাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, গত ৪ নভেম্বর সন্ধ্যায় জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তদন্ত শুরু করে ডিবি পুলিশ। তদন্তের অংশ হিসেবে খোলাডাঙা গাজিরহাট বাজার থেকে প্রথমে দুই আসামি সাদমান রহমান সাকিন (১৯) এবং আল-আমিন হোসেনকে (১৮) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরও তিনজনের নাম প্রকাশ করে এবং অপরাধের সঙ্গে আরও কিছু কিশোর গ্যাংয়ের সদস্যের সম্পৃক্ততার তথ্য দেয়।

গ্রেপ্তারদের কাছ থেকে একটি ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়, যাতে দেখা যায়, সাকিন এবং তার সহযোগীরা মাদক সেবনের আসরে চাকু ও রিভলবার নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। এ ভিডিওর সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে রায়হান আহমেদ (২১), আব্দুর রহমান সাগর (২১) এবং রিয়াদ হাসান (২১) নামে আরও তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে। তারা সবাই যশোর শহরতলি এবং খোলাডাঙা ও খড়কি এলাকার বাসিন্দা।

গ্রেপ্তাররা জানান, নিহত সজল কিছুদিন আগে ফখরুল ইসলাম ও তার স্বজনদের পথরোধ করে একটি ব্যাগ তল্লাশি করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা সজলকে হত্যার পরিকল্পনা করে। ৪ নভেম্বর সন্ধ্যায় সজলকে নামাজে যাওয়ার পথে পেছন থেকে আক্রমণ করে শরীরের বিভিন্ন স্থানে ২১টি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রায়হান আহমেদের বাড়ির সিঁড়ির নিচ থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকুও লাবিবের বাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের কাছে ১৩ থেকে ১৪ জন আসামির নাম উঠে আসে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তে ডিবি পুলিশ আধুনিক প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে অপরাধীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
ইউজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।