ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সালথায় বিএনপির দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সালথায় বিএনপির দোয়া মাহফিল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ফরিদপুর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফরিদপুরের সালথায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৮ নভেম্বর) বাদ জুমা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর খান বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

আটঘর ইউনিয়নের ০৪, ০৫ ও ০৬ নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও তার অঙ্গ সংগঠনের নেতারা এ মাহফিলের আয়োজন করে।  

দোয়া মাহফিল পরিচালনা করেন গোবিন্দপুর জামে মসজিদের ইমাম ক্বারী মো. আশরাফ আলী খান।

এ সময় উপস্থিত ছিলেন, আটঘর ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমান, ০৫ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, ০৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাহেব খান, সালথা উপজেলা যুবদল নেতা মো. মাহফুজুর রহমান খান, যুবদল নেতা শাফিকুল ইসলাম, সাইফুল ইসলাম পিকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।