ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে বিএনপি নেতার ওপর হামলা, হাসপাতালে ভর্তি হয়েও শঙ্কা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
ফরিদপুরে বিএনপি নেতার ওপর হামলা, হাসপাতালে ভর্তি হয়েও শঙ্কা 

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ব্যবসায়ী বিএনপি নেতা রিশাদ বেগ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনজন।

 

ভুক্তভোগীর পরিবারের দাবি, তাদের প্রতিনিয়ত মোবাইলে হামলার হুমকি দেওয়া হচ্ছে। এতে হাসপাতালেও নিরাপত্তা হীনতায় রয়েছেন বলে জানান তারা।  

শনিবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর শহরের সাউদার্ন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রিশাদ বেগ জানান, তিনি মানিকগঞ্জের বালু মহাল থেকে বালু ক্রয় করে এনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আরজ খাঁ ডাঙ্গীতে রেখে বিক্রি করেন। এতে ক্ষুব্ধ হন আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে অবৈধভাবে বালু ব্যবসা করে আসা কেএম ওবায়দুল বারী ওরফে দীপু খাঁ।  

গত ০৬ নভেম্বর আরজ খাঁ ডাঙ্গীতে বালুর খোলায় কাজ করার সময় কেএম ওবায়দুল বারী ওরফে দীপু খাঁ তার লোকজন নিয়ে অতর্কিতে হামলা চালায়। এসময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র-মারধর ও এলোপাথাড়ি কোপে তিনি (রিশাদ বেগ) সহ তার ভাই মজিবর বেগ ও ভাতিজা শোয়েব বেগকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যান। এ ঘটনায় আহতদের দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও তিনি সাউদার্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

তিনি আরও জানান, হামলা করে ক্ষান্ত হয়নি অবৈধ বালু ব্যবসায়ী ও সন্ত্রাসী লালনকারী দিপু খাঁ। উল্টো চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছেন তিনি। মামলায় অভিযোগে আহতদের আসামি করছেন। একই সঙ্গে তার সহযোগীরা মোবাইলে ক্রমাগত হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন।

যে কোনো সময় ফের হামলার ঘটনা ঘটতে পারে শঙ্কা প্রকাশ করে রিশাদ খা বলেন, হাসপাতালেও আমরা নিরাপত্তা হীনতায় রয়েছি। তিনি দাবি করেন, দিপু খাঁ অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির লোক। বিগত আওয়ামী লীগ সরকারের সময় এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সঙ্গে থেকে এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। এমন পরিস্থিতিতে তাদের ওপর পুনরায় হামলার ঘটনা ঘটতে পারে এমন শঙ্কায় প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।  

রিশাদ বেগ চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বলে জানা গেছে।

এদিকে কেএম ওবায়দুল বারী ওরফে দীপু খাঁ এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কোনো বালু ব্যবসা নেই। অনেক আগেই বাদ দিয়েছি। একটি ডাম্প ট্রাক আছে তা দিয়ে বালু পরিবহন করে সংসার চালাই।  

হামলা প্রসঙ্গে তিনি বলেন, রিশাদ ও তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছিল। এসময় এলাকাবাসী তাদের প্রতিরোধ করে। রিশাদ আমার কাছে চাঁদা দাবি করেছিলেন। এ বিষয়ে আমি আদালতে অভিযোগ দিয়েছি।  

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফফার বলেন, রিশাদ বেগ বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন, যা নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।