ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে জেলা আ.লীগ নেতা মানু গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
ফরিদপুরে জেলা আ.লীগ নেতা মানু গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় মাঈনুদ্দিন আহমেদ মানু (৫৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ফরিদপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

সোমবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।

এর আগে রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের টেপাখোলা হরিসভা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

এর আগে গত ১৫ অক্টোবর কোতোয়ালি থানায় মামলাটি করেন শহরতলীর মামুদপুর এলাকার মুজাহিদ ইসলাম নামে এক ব্যক্তি। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।

মামলায় বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট বাদীর মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করলে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ছুটে যান বাদীসহ কয়েকজন। সেসময় তার ওপরও হামলার চালায়। এতে আসামিরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা জাফর ইকবাল জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার মামলায় ১২৫ জন এজাহারনামীয় আসামির মধ্যে ৭৪ নম্বরে ছিলেন ওই আওয়ামী লীগ নেতা। তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিকেলেই আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশে সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।