ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
সিরাজগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্পা রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

এর আগে সোমবার (১১ নভেম্বর) গভীররাতে উপজেলার জামতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শম্পা রহমান কামারখন্দ উপজেলার দুইবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।  

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, জামতৈল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শম্পা রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ভদ্রঘাটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গত ২৬ আগস্ট একটি মামলা হয়। ওই মামলার তদন্তে শম্পা রহমানের নাম উঠে এসেছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।