ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সংস্কার শেষে যৌক্তিক সময়ে সংসদ নির্বাচন দেবে সরকার: মুজিবুর রহমান  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
সংস্কার শেষে যৌক্তিক সময়ে সংসদ নির্বাচন দেবে সরকার: মুজিবুর রহমান  

নাটোর: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যেই সংসদ নির্বাচন দেবে বলে জামায়াত বিশ্বাস করে। দেশের মানুষ যেন তাদের পছন্দের দল ও প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারে, এজন্যই দেশের ছাত্র-জনতা আন্দোলন করেছে।

 

তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকারের সব লোকই শিক্ষিত ছিল, কিন্তু তাদের নৈতিক শিক্ষা না থাকায় দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা নির্বিচারে দেশের মানুষকে গুম-খুন করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নাটোর জেলা পরিষদ (অনিমা চৌধুরী) মিলনায়তনে সম্মেলনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখা আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান।

শিক্ষক সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, চরিত্রহীন মানুষ পশুর সমান। তাই শুধু শিক্ষিত নয় দেশে নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ তৈরি করতে হবে। চরিত্রবান মানুষ তৈরির জন্য দেশের শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের আগে নিজে ভালো করে শিক্ষাগ্রহণ করে পরে শিক্ষার্থীদের সুন্দরভাবে সুশিক্ষা দিতে হবে। মুসলিম ছাত্রছাত্রীদের কোরআন শিক্ষার জন্য উৎসাহিত করতে হবে। সব ধর্মের অনুসারীদেরই যার যার ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে।

দেশের মানুষ জামায়াতে ইসলামীকে সুযোগ দিলে, জামায়াত ক্ষমতায় গেলে, দেশের মোট বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। স্কুল-কলেজের মতো মাদরাসা শিক্ষায়ও সব সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে, যোগ করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সংগঠনের সদস্য সচিব ড. ইকবাল হোসেন ভুঁইয়া, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর মো. নূরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক মো. সাদেকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের নেতা অধ্যাপক সাইদুর রহমান, আফসার আলী ও প্রভাষক আলী আল মাসুদ মিলনসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।