ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় জামায়াত কর্মী হত্যা মামলায় আ. লীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
গাইবান্ধায় জামায়াত কর্মী হত্যা মামলায় আ. লীগ নেতা কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মজনু মিয়া হিরোকে (৪৮) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি হিরো বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মজনু হিরো ওই এলাকার মৃত আব্দুস ছাত্তার হিরোর ছেলে। তিনি বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহার নামীয় অন্যতম আসামি মজনু হিরো। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামে এক জামায়াত কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে এ মামলা করেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।