ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে। আওয়ামী লীগের দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে সদস্য সম্মেলন করছে ছাত্র সংগঠনটি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সকাল ৮টা ৫০ মিনিটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের বাবা এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকারী সেশন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
টিএ/আরবি