ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভারতে পালানোর সময় আ. লীগ নেতা কিরণ আটক 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
ভারতে পালানোর সময় আ. লীগ নেতা কিরণ আটক 

বেনাপোল(যশোর): ভারতে পালানোর সময় যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর রাতে তাকে বেনাপোল সীমান্ত থেকে আটক করা হয়।

 

আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা সীমান্ত এলাকা দিয়ে আওয়ামী লীগের নেতা ভারতে পালিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। মঙ্গলবার ভোর রাতে শার্শার শিকারপুর সীমান্ত এলাকা দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এসময় কৌশলে পাচারকারী পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান শার্শার রামচন্দ্রপুর গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন। পাচারকারীকেও আটকের চেষ্টা চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।