ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

জুলাই গণহত্যার বিচারের দাবিতে বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
জুলাই গণহত্যার বিচারের দাবিতে বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ-সমাবেশ

বরিশাল: জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির।  

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের উদ্যোগে জিলা স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

যা নগরের প্রধান প্রধান সড়ক হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।  

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ।  

তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এক সঙ্গে আন্দোলন গড়তে সক্ষম হয়েছে। যার ফলাফল ফ্যাসিবাদের পতন ঘটেছে। এ সময় তিনি ইসকন নিষিদ্ধের দাবি জানান। পাশাপাশি জুলাই গণহত্যা ও বিভিন্ন জায়গায় হত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবি জানান তিনি।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিব। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আর কোনো দিন সাধারণ শিক্ষার্থী এবং জনগণের জীবনের ওপর হামলা চালালে তা সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবেন।  

সমাবেশে অন্য বক্তারা বলেন, দেশের পরিবেশ অশান্ত করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। স্বৈরাচারের দোসররা দেশে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। দেশ ধ্বংসের সব ষড়যন্ত্র ছাত্রসমাজ রুখে দেবে।  

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সেক্রেটারি হাসান মাহমুদ নাইম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি আব্দুল কাদেরসহ শিবিরের নেতারা।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।