ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

‘কোনো ফ্যাসিবাদকে বাংলার মাটিতে টিকতে দেব না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
‘কোনো ফ্যাসিবাদকে বাংলার মাটিতে টিকতে দেব না’

কুমিল্লা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি মো. সিবগাতুল্লাহ বলেছেন, আপনারা (আওয়ামী লীগ) ছাত্রলীগ ও পেটোয়া পুলিশ দিয়ে আমাদের দমন করতে চেয়েছিলেন। রাষ্ট্রযন্ত্রের সব শক্তি দিয়ে চেষ্টা করেছিলেন।

আমরা ছাত্রসমাজ বলে দিয়েছিলাম, কোনো ফ্যাসিবাদকে এই বাংলার মাটিতে টিকতে দেব না। যারা তাদের পুনর্বাসন করবেন, তাদের বলে দিতে চাই; আমাদের রক্ত এখনও শুকায়নি। আমাদের শহীদ ভাইদের চেতনা আমরা ধারণ করি। আপনাদের উচিত শিক্ষা দিতে ছাত্রশিবির রাজপথে শক্তিশালী অবস্থান নেবে।

তিনি বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য যারা হুংকার দিচ্ছে, আমরা বলে দিতে চাই; আপনারা কাপুরুষের দল।  

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লার পূবালী চত্বরে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ এ বলেন।  


সমাবেশে মো. সিবগাতুল্লাহ বলেন, দেশের মানুষের যখন মুক্তি অনিশ্চিত ছিল, তখনই ইসলামী ছাত্রশিবির ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জনতার মুক্তি নিশ্চিত করেছিল। দেশকে আবার অস্থিতিশীল করতে তারা অপচেষ্টা করছে। আপনারা কোনো ষড়যন্ত্র নিয়ে আর সফল হবেন না, কারণ দেশের ছাত্রসমাজ চব্বিশে জেগে গিয়েছে।  

এর আগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। নগরীর টমছম ব্রিজ থেকে শুরু হয়ে মিছিলটি কান্দিরপাড় গিয়ে শেষ হয়। কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার দাবি করেন।  

ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী।  

সমাবেশে সঞ্চালনা করেন ছাত্রশিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি হাছান আহমেদ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।