ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ভবিষ্যতে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের ওপর খবরদারি করতে পারবে না: নুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
ভবিষ্যতে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের ওপর খবরদারি করতে পারবে না: নুর নুরুল হক নুর

পটুয়াখালী: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, নতুন বাংলাদেশের কোনো ধরনের বিভাজন থাকবে না। কোনো জনপ্রতিনিধি মানুষের ওপর খবরদারি করবে না।

তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করবে। যারা দলের সঙ্গে আছে তাদের দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়।

শনিবার (৩০ নভেম্বর) শেষ বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গলাচিপা উপজেলার আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য শফিকুল ইসলাম ফাহিম, বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাঈম সহ গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ