ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সংবিধান সংস্কারে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লবের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
সংবিধান সংস্কারে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লবের

ঢাকা: রাষ্ট্রের সর্বস্তরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণে রাষ্ট্র যেন মুক্ত থাকে, সেই লক্ষে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সংস্কারের জন্য ১৮টি  সংস্কার প্রস্তাব করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব পেশ করেন দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

পরে সাংবাদিকদের তিনি বলেন, দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সংস্কারের বিষয়টি গুরুত্ব দিয়েছেন তারা। রাজনৈতিক দল হতে হলে কোনো একক ধর্ম, একক জাতীয়তাবাদ ও একক মতবাদ থাকা যাবে না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়নে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের দাবিও জানান তিনি।

ইমাম হায়াত বলেন, আমরা দৃঢ়ভাবে উপলব্ধি করি, রাষ্ট্রের মালিক একক গোষ্ঠী নয়। জীবন ও জগতের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রাসুল প্রদত্তভাবে প্রতিটি মানুষ তার নিজ জীবনের মালিক এবং রাষ্ট্রের মালিক সকল জনগণ বিধায় বস্তুর ঊর্ধ্বে মানবসত্তা তথা জীবনের আত্মমালিকানার স্বীকৃতি ও সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে রাজনীতির সংস্কার অর্থাৎ সাংবিধানিকভাবে একক গোষ্ঠীবাদী রাজনীতি দূর না করে এবং রাষ্ট্র সবার সব মানুষের এক ধর্ম-এক জাতি-এক দল-এক গোষ্ঠীর নয়, এটা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত না করে কখনোই কোনো ব্যবস্থাতেই মানবিক সাম্য ও মানবিক মর্যাদা, সব নাগরিকের সমান অধিকার ও সব নাগরিকের জীবনের স্বাধীনতা যেমন প্রতিষ্ঠা অসম্ভব। তেমনি অভ্যন্তরীণ গোষ্ঠীগত ধর্মগত মতবাদগত দলগত জবরদখল থেকে রাষ্ট্র ও জীবনের স্বাধীনতা-অধিকার-নাগরিকত্ব রক্ষা অসম্ভব।

তাই সব নাগরিকের সমান অধিকার মর্যাদা নাগরিকত্ব রক্ষা এবং একক গোষ্ঠীর দখল থেকে রাষ্ট্র রক্ষা তথা স্বৈরাচার ও ফ্যাসিবাদ থেকে রাষ্ট্র ও জনগণকে রক্ষায় অপরিহার্য অবিকল্প অনিবার্য জরুরী বিষয় হলো - সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণে সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক রাজনীতি প্রবর্তন করা, যার অপরিহার্য মৌলিক সংস্কার ও শর্ত হচ্ছে রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্র সবার সব মানুষের- রাষ্ট্র কোনো এক ধর্ম এক মতবাদ এক গোষ্ঠীর নয়, স্বীকার করতে হবে।

সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে ১৮ দফা সংস্কারের প্রস্তাবনার কথা তুলে ধরেন আল্লামা ইমাম হায়াত।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রাহবারসহ প্রেসিডিয়াম সদস্য ও সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ