ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘নতুন স্বাধীনতা পেলেও দেশের আকাশে আবার কালো মেঘ উঁকি দিচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
‘নতুন স্বাধীনতা পেলেও দেশের আকাশে
আবার কালো মেঘ উঁকি দিচ্ছে’

বগুড়া: বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। মন খুলে কথা বলার পরিবেশ তৈরি হয়েছে।

কিন্তু বাংলাদেশের আকাশে আবার কালো মেঘ উঁকি দিচ্ছে। অনেক জায়গায় লুটপাট, ভাঙচুর চালিয়ে একটি মহল সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে ফায়দা হাসিল করতে চাচ্ছে। ’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহরের স্যানালবাড়ী মাঠে আয়োজিত শান্তি ও সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতনের মাধ্যমে দেশকে নতুনভাবে এগিয়ে নেওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। ’ 

এসময় তিনি সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামীর নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্যপাঠ করান দলের নেতাকর্মীদের।

উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা জামায়াতের আমির দবিবুর রহমান, সেক্রেটারি নাজমুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, সাংগঠনিক সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, সহ-সভাপতি করুনা রানী ঘোষ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শেরপুর উপজেলা কমিটির সভাপতি সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ শেরপুর উপজেলা কমিটির সভাপতি বরেন্দ্র চন্দ্র সান্যাল, হিন্দু-বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের নেতা শুভ অধিকারী, জগন্নাথ মন্দির কমিটির সহ-সভাপতি প্রকাশ সরকার, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতা শ্রীকান্ত মাহাতো, হিন্দু মহাজোট শেরপুর উপজেলার সদস্য নিখিল সরকারসহ অনেকে বক্তব্য দেন।   
এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।