ভৈরব: স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
বুধবার (১১ ডিসেম্বর) ভৈরবে ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমুলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকা টু আখাউড়া (আগরতলা সীমান্ত অভিমুখে) লংমার্চ -এ এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, তাকে বিপন্ন করতে দেব না। স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজনে আবার হাতিয়ার তুলে নেব।
নয়ন বলেন, আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র ভেবেছিলাম। কিন্তু আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে তারা হামলা করে, সম্পত্তি বিনষ্ট করেছে, আমাদের পতাকা পুড়িয়েছে এ সকল কি বন্ধুত্বের নমুনা প্রশ্ন নুরুল ইসলাম নয়নের।
আজকের পর থেকে ভারতের সাথে কোন দ্বীপাক্ষিক আলোচনা হবে না। এখন থেকে তাদের সাথে আলোচনা করতে হলে বহুপাক্ষিক আলোচনা করতে হবেহ।
ভারতের উদ্দেশে যুবদলের এই নেতা আরও বলেন, দেশের এই পরিবর্তন মেনে নিন। আমরা ভালো থাকতে চাই। বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে, তাকে আপনারা সমর্থন করুন। শেখ হাসিনাকে আর প্রশ্রয় দেবেন না, এ দেশের মাটিতেই তার বিচার হবে।
বুধবার সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির তিন অঙ্গ সংগঠনের লংমার্চ কর্মসূচি শুরু হয়। যাত্রাবাড়ী, কাঁচপুর ব্রিজ, নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে (সীমান্তে) সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি শেষ হবে।
এর আগে একই ইস্যুতে ৮ ডিসেম্বর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ঢাকার নয়াপল্টন থেকে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। রামপুরা ব্রিজের কাছে হাজার হাজার নেতাকর্মীর পদযাত্রা পুলিশ আটকে দিলে তিন সংগঠনের নেতারা মোনায়েম মুন্নার নেতৃত্বে বারিধারায় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেন।
এসময় উপস্থিত ছিলেন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুবদলের আরো যারা উপস্থিত ছিলেন, মহসিন মোল্লা, এ্যাড. তসলিমুদ্দীন, ফিরোজ আব্দুল্লাহ, আতিক আল হাসান মিন্টু, মাসুদুর রহমান, গিয়াস উদ্দীন মামুন, শফিকুল ইসলাম, সুমন দেওয়ান, আমিনুর রহমান আমিন, কামরুজ্জামান নান্নু, মিজানুর রহমানসহ আরো যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্ক