ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

মেহেরপুর: শিল্পপতি জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে সদ্য সাবেক সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন ও সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি আমজাদ হোসেনকে সদস্য রাখা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাত সদস্যে এ কমিটি প্রকাশ পেয়েছে।  

আহ্বায়ক কমিটিতে জাভেদ মাসুদ মিল্টন আহ্বায়ক, ক্রমান্বয়ে যুগ্ম আহ্বায়ক হলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদ। সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম।  

এদিকে আহ্বায়ক কমিটি ঘোষণা করাই কেন্দ্রীয় বিএনপিকে স্বাগত জানিয়ে গাংনীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে বিএনপির জাভেদ মাসুদ মিল্টন সমর্থকরা।
নতুন এ কমিটির সবাইকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।