ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কবি হেলাল হাফিজের মৃত্যুতে ফখরুলের শোক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
কবি হেলাল হাফিজের মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপি সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক শোকবাণীতে বিএনপি মহাসচিব এসব জানান।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বিশিষ্ট কবি হেলাল হাফিজ এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন কবি হিসেবে তিনি ছিলেন সর্বজন সমাদৃত। ১৯৮৬ সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’দিয়েই তিনি মানুষের হৃদয়ে আসন করে নেন। কবি হিসেবে তার অবদান জাতি কোনোদিনই বিস্মৃত হবে না। এই বরেণ্য কবির মৃত্যুতে দেশে কাব্যিক জগতে এক শূন্যতার সৃষ্টি হলো যা সহজে পূরণ হওয়ার নয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় কবি হেলাল হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
ইএসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।