ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘জিরো ফাইভ’  কর্মসূচি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জন্য ‘জিরো ফাইভ’ নামে একটি কর্মসূচি ঘোষণা করেছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কর্মসূচি ঘোষণা দেন।

এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করে ‘সমৃদ্ধ নবীনগর’ গড়ার লক্ষে ঘোষিত কর্মসূচি হলো, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য মাদকাসক্তি, শূন্য বৈষম্য, শূন্য অনাচার। মত বিনিময়কালে তিনি কীভাবে এসব বাস্তবায়ন করবেন সেসব বিষয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

মত বিনিময়কালে সায়েদুল হক বলেন, শূন্য ৫ লক্ষ্য অর্জন করতে পারলে আমরা ‘সমৃদ্ধ নবীনগর’ গড়ে তোলার আন্দোলনকে সফল করতে পারব।

এছাড়া তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ তবে ভারত বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাই সোচ্চার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন ও অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।