ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

অসহায় মানুষের উন্নয়নে কাজ করছে জামায়াত: গোলাম পরওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
অসহায় মানুষের উন্নয়নে কাজ করছে জামায়াত: গোলাম পরওয়ার

খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অসহায় মানুষকে আর্থিকভাবে উন্নয়ন করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে।

জামায়াতে ইসলামী এদেশের মানুষকে আধিপত্যবাদমুক্ত একটি উন্নত ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেবে ইনশাআল্লাহ।

রোববার (১৫ ডেসিম্বর) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪ নং মাগুরখালী ইউনিয়নের তপোবন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ইউনিয়ন সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কুরআনের সাথে আমাদের নিজের জীবনকে মেলাতে হবে। কেয়ামতের কঠিন দিনে এই কুরআনই সুপারিশকারী হবে। ইসলামি আন্দোলনের সহযোগী সদস্য হিসেবে কুরআনের চর্চা কতখানি করতে পারছি, তা অনুধাবন করতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত ও রাসুল (সা.) আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মক্কায় ১৩ বছর মানুষের মাঝে আল্লাহ রাসুল (সা.) ইকামাতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ফলে অতি অল্প সময়ে মদিনায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। জামায়াত বাংলাদেশে একটি ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আগামী দিনের ইসলামি বিপ্লব সাধনে খুলনায় হবে মূল বাতিঘর। জামায়াতের সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে।

মাগুরখালী ইউনিয়ন সভাপতি মাওলানা শেখ  আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ ও মাওলানা ফরহাদ আল মাহমুদ, উপজেলা সনাতনী সভাপতি কৃষ্ণ নন্দী ও সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সনাতনী ধর্মালম্বী মাগুরখালী ইউনিয়ন সভাপতি প্রদীপ কুমার, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম,  ডা. হরিদাস মন্ডল, মাস্টার গৌতম মন্ডল, মাওলানা মোসলেম উদ্দিন, অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার, ছাত্রশিবির নেতা আবু তাহের, শামিদুল হাসান লিমন, স্বদেশ হালদার, বাবুল আক্তার, ইউপি সদস্য বিবেকানন্দ মহাদেব, বিকাশ চন্দ্র সরদার প্র্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।