ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সোহেল, সম্পাদক ইসরাইল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির
সভাপতি সোহেল, সম্পাদক ইসরাইল

কিশোরগঞ্জ: জেলার কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক পদে মো. ইসরাইল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে সম্মেলনের উন্মুক্ত কাউন্সিল অধিবেশনে এ দুটি পদে আর কোনো প্রার্থী না থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।  

এর আগে রোববার (১৫ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।  

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।  

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-বিএনপির ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও সাবেক এমপি লায়লা বেগম।  

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।  

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন-জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মো. গাউস, রুহুল আমিন আকিল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ, ইসমাইল হোসেন মধু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা, জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন বাচ্চু, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়াসহ অনেকে।  

সম্মেলনের প্রথম অধিবেশন সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইসরাইল মিয়া।  

কিশোরগঞ্জ সদর উপজেলার সবকটি ইউনিট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।