ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোরে আ. লীগ ও সহযোগী সংগঠনের ৩১ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
নাটোরে আ. লীগ ও সহযোগী সংগঠনের ৩১ নেতাকর্মী আটক

নাটোর: বিজয় দিবসকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার মারুফাত হুসাইন এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিজয় দিবসে কোনো গোষ্ঠী যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃস্টি  করতে না পারে সেজন্য শনিবার দিনগত রাতে জেলার ৭ উপজেলায় অভিযান চালানো হয়।

অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এর মধ্যে নাটোর সদর উপজেলা থেকে ৯ জন, গুরুদাসপুর থেকে ৪ জন, বড়াইগ্রাম থেকে ৯ জন, লালপুর থেকে ৪ জন, সিংড়া থেকে ৩ জন এবং নলডাঙ্গা ও বাগাতিপাড়া থেকে ১ জন করে আটক করা হয়। আজ বিকেলে তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকেই বিভিন্ন মামলার আসামি রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।