ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বৈষম্যবিরোধী আন্দোলনকারীকে কুপিয়ে জখম, গৌরীপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনকারীকে কুপিয়ে জখম, গৌরীপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

ময়মনসিংহ:  বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ নোমানকে (২৩) গ্রেপ্তার করেছে যৌথ  বাহিনী।  

রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর পৌর শহরের কালীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ছাত্রলীগ নেতা নোমানের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে (২২) কুপিয়ে আহত করার এবং আন্দোলনরতদের ওপর হামলা করার অভিযোগ রয়েছে।  

গৌরীপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর জায়েদিদ এবং ক্যাপ্টেন ইমতিয়াজ এ গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন।  

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল হক গ্রেপ্তারের সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ ডিসেম্বর রাতে ব‍্যাটমিন্টন খেলার সময় পৌর শহরের কালীবাড়ী মধ‍্যতরফ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে কুপিয়ে জখম করেন ছাত্রলীগ নেতা নোমান। তিনি নন্ধুরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় আইনি ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।

আহত অভি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রাখায় এবং ফেসবুকে নিয়মিত পোস্ট করায় আমার ওপর ক্ষিপ্ত ছিল নোমান। এ ঘটনায় সে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল।  

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।