ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি মহাসচিবের সঙ্গে আবদুস সালাম পিন্টুর সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
বিএনপি মহাসচিবের সঙ্গে আবদুস সালাম পিন্টুর সাক্ষাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত দলের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিবের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।

উল্লেখ্য, আওয়ামী রোষানলে দীর্ঘ প্রায় ১৭ বছর কারাভোগের পর গত ২৪ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আবদুস সালাম পিন্টু।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।