ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

২১ থেকে ২৭ জানুয়ারি দেশব্যাপী সিপিবির ‘গণতন্ত্র অভিযাত্রা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
২১ থেকে ২৭ জানুয়ারি দেশব্যাপী সিপিবির ‘গণতন্ত্র অভিযাত্রা’

ঢাকা: জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে আগামী ২১ থেকে ২৭ জানুয়ারি দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।  

সোমবার (২০ জানুয়ারি) সিপিবি কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, জুলাই আগস্ট ২০২৪ হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বর্ধিত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার, জান-মালের নিরাপত্তা প্রদান, চাঁদাবাজি-দখলদারিত্ব-দুর্নীতি-হামলা বন্ধ, জাতীয় সংসদের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ শ্রমজীবী মেহনতি মানুষের দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাতে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নেওয়া ও নীতিনিষ্ঠ রাজনীতির পতাকা তলে দেশবাসীকে সমবেত হবার আহ্বান জানাতে আগামী ২১ থেকে ২৭ জানুয়ারি দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সিপিবির কেন্দ্রীয় নেতারা  সারাদেশে এসব পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন।

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি:

গণতন্ত্র অভিযাত্রার প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হবে।

সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ কেন্দ্রীয় নেতারা এ পদযাত্রায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।