রংপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান শাসসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রয়েছে। তারা দ্রততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দেশকে গণতন্ত্রমুখী করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রংপুর নগরের একটি কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য সন্তানতুল্য। তারা গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার ব্যবস্থাসহ সবই স্বভাবিক হবে। তা না হলে সংকট থেকেই যাবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিগত ১৬ বছরের আন্দোলনের নেতা তারেক রহমান একটি নতুন পরিবর্তনের দিকে বাংলাদেশকে নিয়ে গেছেন, গণঅভুত্থ্যানে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের পরিপ্রেক্ষিতে বাংলাদেশটাকে গণতন্ত্রীমুখী করতে হবে। গোষ্ঠীতন্ত্রের বাইরে গিয়ে জনগণের বাংলাদেশ গড়তে হবে। এ লক্ষ্যে আমাদের বিভিন্ন জেলায় সাংগঠনিক সভা চলছে, এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সভার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কমিটি হচ্ছে বা হবে, যেটি সব চেয়ে আনন্দ ও গুরুত্বপূর্ণ।
সভায় প্রধান বক্তা ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথির বক্তব্য দেন- বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এসআই