ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, জানুয়ারি ২৯, ২০২৫
শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শরীয়তপুর: শরীয়তপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের উত্তরমাথা এলাকা থেকে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন সাবেক সাধারণ সম্পাদক এইচএম জাকির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান মান্নান ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এতে ছাত্রদল নেতা খান বাহাদুর আফজাল হোসেন, রাসেল মোল্যা, আতিক খান, স্বপন বেপারী, আল ইসলাম, সোহেল তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা আবার দেশকে অস্থিতিশীল করতে ভিন দেশে পলাতক থেকে কর্মসূচির ঘোষণা দিয়েছে।

তারা আরও বলেন, আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি। খুনি হাসিনা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। হাসিনা ভিন্নমতের নেতাকর্মীদের এ ১৫ বছরে নানা নির্যাতন করেছে। তা এদেশের মানুষ ভুলেনি। তারা রাতের আধাঁরে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিতে চায়। ৫ তারিখের পর তাদের অস্তিত্ব এ দেশ থেকে বিলীন হয়ে গেছে। তাই আবারও যেন সেই পথ তৈরি না হয় আমরা ছাত্রদল ও সাধারণ জনগণ এটাকে প্রতিহত করবো।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।