ঢাকা: যুক্তরাজ্যে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে থাকা ব্যক্তিগত চিকিৎসক দলের চার সদস্য দেশে ফিরেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকায় পৌঁছেছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা।
ঢাকায় ফেরা চিকিৎসকদের মধ্যে রয়েছেন- ডা. এফ এম সিদ্দিকী, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ ও ডা. জাফর ইকবাল। বাকি দুজন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন থাকছেন বিএনপি নেত্রীর সঙ্গেই।
এর আগে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে শুক্রবার (৩১ জানুয়ারি) লন্ডন সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
টিএ/আরবি