ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

রাজনীতি

যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন এম তমাল আহম্মেদ ও আনসারুল হক রানা

যশোর: জাতীয়তাবাদী যুবদলের যশোর জেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নয় সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিলুপ্ত কমিটির সভাপতি এম তমাল আহম্মেদ।

সদস্য সচিব হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আনসারুল হক রানা।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কিমিটির অনুমোদন দিয়েছেন।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রাজিদুর রহমান সাগর ও মোহাম্মদ ইমদাদুল হক।  

এই কমিটিকে ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ করতে ৩০ দিনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় কমিটি।  

নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে।

জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা কমিটি সর্বশেষ গঠিত হয়েছিল ২০১৮ সালে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।