রংপুর: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা সনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর বাবুপাড়া আশরাতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
তিনি বলেন, ০৫ আগস্ট পরবর্তীতে গা ঢাকা দিয়েছিলেন সনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ওমর ফারুকের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার সনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন এবং সর্বশেষ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদে ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এসআরএস