ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজা আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, ফেব্রুয়ারি ৮, ২০২৫
সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজা আ.লীগ নেতা গ্রেপ্তার জাহিদুল ইসলাম সজিব

লালমনিরহাট: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ঠিকাদার জাহিদুল ইসলাম সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাটখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সজিব লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপির ভাতিজা এবং তিনি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।  

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় গুলিতে কলেজছাত্র মিরাজুল ইসলাম মিরাজ নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস ছালাম বাদী হয়ে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনকে প্রধান করে গত ২৪ আগস্ট যাত্রবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি সজিব পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।