বরিশাল: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, গত ১৫ বছর দেশে আওয়ামী স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের তিনটি স্কুলের যৌথক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় চটুয়া চরগোপালপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ঝার্নাভাংগা চটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চটুয়া মোতালেব হাওলাদার কে.জি মাদ্রাসার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন তিনি।
তিনি বলেন, শিক্ষার নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। ভাবতে কষ্ট হয়, যে আমার দেশের ছেলে-মেয়েদের বই তৈরি হয় অন্য দেশে। কারণ তখন নতজানু স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরও বলেন, তারা দেশের ছেলে-মেয়েদের গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। শুধু তাই নয়, সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও রাজনীতিবিদসহ সবাইকে হাসিনার রোষাণলে পড়তে হয়েছিল। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনি। কথা বললে, খুন, গুম ও নির্যাতন করা হয়েছে। হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দেশে যখন জনগণের মূল্য থাকে না তখন সরকার স্বৈরাচার হয়ে যায়।
চটুয়া চরগোপালপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দাতা আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, সমাজসেবক ফারুক ইসলাম, দেলোয়ায়ার হোসেন, জিয়াউর রহমান খান, আলমগীর হাওলাদার, সিদ্দিক ঘরামী, নজরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এমএস/এমএম