ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

রাজনীতি

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: শহিদুল ইসলাম বাবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: শহিদুল ইসলাম বাবুল কৃষক সমাবেশে বক্তব্য রাখছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

ঠাকুরগাঁও: কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বাংলাদেশের কৃষক ভালো নেই বারবার কৃষককে লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়েছে। আবার বলা হয় যে, কৃষি বাংলাদেশের প্রাণ।

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বেগুনবাড়ি মাদ্রাসার মাঠে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ অনেক সৌভাগ্যবান। এমন একজন নেতা আপনারা পেয়েছেন যার জন্ম ঠাকুরগাঁওয়ে, আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নেতা পেয়েছেন। যাকে আমরা রাজনীতির রোল মডেল হিসেবে মনে করি।

তিনি বলেন, দেশের কোটি কোটি মানুষ যখন জিয়া পরিবারের খালেদা জিয়া, তারেক রহমানকে দোয়া করেন তাদের সঙ্গে মির্জা ফখরুলের জন্য হাজারো মা বোনেরাও দোয়া করেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের সংগ্রামী মানুষ সব সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ন্যায়ের পক্ষে হকের পক্ষে বিশেষ করে কৃষক সমাজের অধিকার আদায়ের লক্ষ্যে বারবার লড়াই করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কৃষকদের কে নিয়েও আন্দোলন করেছেন, কাজ করেছেন। ১৭৭০ সালে ভয়ানক দুর্ভিক্ষে বাংলার হাজার হাজার মানুষ যখন মৃত্যুবরণ করেছিল তখনো ব্রিটিশ বেনিয়ার জমিদার-তালুকদাররা মানুষদের খাজনার নামে অত্যাচার করতো। কৃষক খাজনা দিতে না পারলে হালের বলদ বিক্রয় করে নিয়ে যেত। স্ত্রীর গয়না বিক্রি করে নিয়ে যেত, লাঙ্গল বিক্রি করতো, তারা নিঃস্ব হয়েছে সর্বস্বান্ত হয়েছে। সেজন্য যেখানে অত্যাচার যেখানেই নিপীড়ন, যেখানে কৃষকের অধিকার হরণ সেখানে আমরা নুরুল উদ্দিনকে সামনে আনি।

কৃষক সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপির কোষাধক্ষ্য শরিফুল ইসলাম শরিফ জেলা, উপজেলা বিএনপি নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।