ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

রাজনীতি

১৭ বছর আমরা উন্নয়নের ঢাকঢোল শুনেছি: রিজভী

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
১৭ বছর আমরা উন্নয়নের ঢাকঢোল শুনেছি: রিজভী

মৌলভীবাজার: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উন্নয়নের ঢাকডোল আমরা ১৭ বছর শুনেছি।  

তিনি বলেন, এক বীভৎস শাসন জনগণের ওপর চাপিয়ে দিয়ে, জনগণকে কোনো নিঃশ্বাস নেওয়ার সুযোগ না দিয়ে এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে জাতিকে ঠেলে দেওয়া হয়েছিল।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলায় আয়োজিত এম সাইফুর রহমান মেমোরিয়াল ইনভাইটেশনাল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

রিজভী বলেন, সাইফুর রহমান সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কথা বলা খুব কঠিন। তিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছিলেন। তিনি দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত অর্থনীতির ওপর দাঁড় করিয়েছিলেন।  

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠিক সম্পাদক জি কে গউছ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য এবং সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সময়: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫                                     
বিবিবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।