ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জের ৫ আসনে প্রার্থী দিল জামায়াত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সিরাজগঞ্জের ৫ আসনে প্রার্থী দিল জামায়াত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যাচাই-বাছাই শেষে বাকি আসনটিতে প্রার্থী ঘোষণা করা হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে শহরের দারুল ইসলাম মহিলা কলেজ অডিটোরিয়ামে দায়িত্বশীলদের সমাবেশে প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান।  

প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মওলানা শাহীনূর আলম, সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহারী) জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ আলী আলম এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) শাহজাপুর উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মিজানুর রহমান।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জাহিদুল ইসলাম জানান, সোমবার সকালে দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা রফিকুল ইসলাম খান।

সমাবেশে তিনি ৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ওই আসনটিতে যাচাই-বাছাই শেষে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।